ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

সেন্টমার্টিনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

Teknaf-Pic-A-04-03-16টেকনাফ প্রতিনিধি ::::
কোস্টগার্ডের উদ্যোগে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গরীব-দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। জানাযায়-৪মার্চ দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী (এনবিপি,ওএসপি,বিসিজিএম,এনসিসি,পিএসসি)ও কোস্টগার্ড পরিবারকল্যাণ কেন্দ্রের প্রেসিডেন্ট ডাঃ আফরোজা আওরঙ্গজেবের কোস্টগার্ড পূর্বজোন (চট্রগ্রাম অঞ্চল) পরিদর্শন উপলক্ষ্যে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এতে দ্বীপের দরিদ্র-অসহায় দুস্থ মহিলারা চিকিৎসা সেবা নেন।

ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অব্স) ডাঃ আফরোজা আওরঙ্গজেব চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় কোস্টগার্ড রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। উপকারভোগীরা এই সেবা পেয়ে উল্লাসিত। কোস্টগার্ড মহাপরিচালক এবং সিজিএফডব্লিউ প্রেসিডেন্টর সফর উপলক্ষ্যে এই চিকিৎসা সেবা কোস্টগার্ডের উন্নয়নমূলক কার্যক্রমকে আরো প্রসারিত এবং স্থানীয় জনগণের সাথে কোস্টগার্ডের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে পূর্ব জোন কমান্ডার লেঃ কমান্ডার বিএন জুলহাস ফয়সাল মনে করেন।

পাঠকের মতামত: