প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, সাহসী কলম সৈনিক সিনিয়র সাংবাদিক হানিফ আজাদ কয়েকমাস ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত।হার্টে ৩ টি ব্লক ধরা পড়েছে,তাছাড়া শরীরে আরো কিছু জঠিল রোগ দেখা দিয়েছে। তার চিকিৎসার জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন।যা পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এ জন্য,’উখিয়া নিউজ ফান্ড”নামে একটি ফান্ড গঠন করা হয়েছে।এ ফান্ডে টাকা পাটিয়ে সাংবাদিক হানিফ আজাদকে বাঁচান।
সাহায্য পাটাবার ঠিকানা: উখিয়া নিউজ ডটকম, ঝধারহম ইধহশ অ/ঈ ঘড়: ৩৪১২৪১৩৮, সোনালী ব্যাংক, উখিয়া শাখা। প্রযোজনে-সাংবাদিক হানিফ-০১৮১৪-৩০৫১০৩, সাংবাদিক শাহীন- ০১৮১৫-৪৯০৫০০, সাংবাদিক ওবাইদুল হক চৌধুরী-০১৮১৯-৫১২৯৯৮
সাংবাদিক হানিফকে বাঁচান
![](http://chakarianews.com/wp-content/uploads/2016/08/Hanif-206x300.jpg)
পাঠকের মতামত: