কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে মেধানির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা পালন করতে হবে বেশি। যাতে কোন শিক্ষার্থী অকালে লেখাপড়া থেকে ঝড়ে না পড়ে, বিদ্যালয়ে গিয়ে পাঠ গ্রহন থেকে বিরত না থাকে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে নানামুখী প্রদক্ষেপ নিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষনা দেশে কোন শিশু নিরক্ষর থাকবেনা। সরকার দেশকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাই শুধু মেলা করে অগ্রযাত্রা হবেনা, এই জন্য দরকার মেলার সুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে বুঝাতে হবে, হাতে কলমে শিখতে হবে। মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ এবং উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে শিক্ষা মেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন মোহাম্মদ সাহেদুল ইসলামের সভপতিত্বে মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা মেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রফিকুল হক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছার, আ.লীগ নেতা সেলিম উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, বিএমচর ইউপি চেয়ারম্যান বদিউল আলম, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ প্রমুখ। মেলায় উপজেলার আঠার ইউনিয়ন থেকে একটি করে ও পৌরসভা এলাকার দুটিসহ ২০টি স্টল অংশ নেন। অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় উর্ত্তীণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এর আগে জেলা প্রশাসক একটি বাড়ি একটি খামার প্রকল্পের নতুন ভবন উদ্বোধন করেন। #
পাঠকের মতামত: