ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

সদর উপজেলা সমবায় অফিস থেকে কাগজপত্র গায়েব!

াাাাআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

কক্সবাজার সদর উপজেলা সমবায় কর্মকর্তার কার্য্যালয় থেকে গুরুত্বপূর্ণ সরকারী কাগজপত্র গায়েব হয়ে গিয়েছে। মোটা অংকের ঘুষের বিনিময়ে মহল বিশেষের স্বার্থরক্ষা করতে সদর সমবায় কর্মকর্তা আবু মকছুদ এসব কাগজপত্র সরিয়ে ফেলেছেন বলে জানা গেছে। অনুসন্ধানে প্রকাশ, অর্ধশতাধিক লবণ কারখানা অধ্যুষিত দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা কক্সবাজার সদর উপজেলাধীন ইসলামপুর শিল্প এলাকার মিল মালিকদের সংগঠন “ইসলামপুর লবন মিল মালিক সমবায় সমিতি” র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২০ এপ্রিল। সমবায় অধিদপ্তর নিবন্ধিত (রেজিঃ নং ১৪৭৩) অত্র সমিতির আসন্ন  নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন ও অনুমোদন নিয়ে প্রথম থেকেই লুকোচুরি করে আসছেন অাবু মকছুদ। উপরোক্ত সমিতি নিবন্ধনের সময় অন্যান্য কাগজপত্রের সাথে গঠনতন্ত্র জমা দিলেও রহস্যজনক কারনে গঠনতন্ত্র এখন পাওয়া যাচ্ছেনা। অভিযোগ উঠেছে যে, অসৎ উদ্যেশ্যে উক্ত গঠনতন্ত্র সরিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবু মকছুদ বলেন, অফিসে রক্ষিত ইসলামপুর লবন মিল মালিক সমবায় সমিতির সংশ্লিষ্ট ফাইলে গঠনতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছেনা। এটা জেলা সমবায় অফিসে পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য বহুমুখী দূর্নীতির অভিযোগে ইতিপূর্বে আবু মকছুদকে কয়েকবার শাস্তিমূলক বদলী করা হলেও নানা তদবীর করে আবারো কক্সবাজারে ফিরে আসেন।

পাঠকের মতামত: