বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বিএ’র সমর্থনে এক নির্বাচনী সমাবেশ গতকাল ১৬এপ্রিল বিকাল ৩টায় চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর মাছঘাট ষ্টেশনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, নৌকা প্রতীকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থানকারীদের আগামী আওয়ামীলীগে স্থান দেওয়া হবেনা। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের যে নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেসব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী এবং তাদের পক্ষে প্রচারণায় অংশ গ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, এলাকার উন্নয়ন নিশ্চিত করতে নৌকা প্রতীকে প্রার্থীদের বিজয়ী করুন। চিরিংগা ইউপি যাকে দল থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি অত্যন্ত সৎ ন্যায়নীতিবান ও ধার্মীক ব্যক্তি। তার বিগত ১৪বছরের শাসনামলে উন্নয়নের ছোয়া লাগেনি এমন জায়গা খুব কমই রয়েছে। এমনকি সকল প্রকার দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে গ্রহণ করে। যার কারণে অত্র ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার মানুষ খোজে পায়নি। তিনি সর্বস্তরের জনগণ এবং দলীয় নেতাকর্মীদেরকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
স্থানীয় চিরিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আলম বিএ(অনার্স)এমএ’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, আমার শাসনামলে কারো কোন ক্ষতি করেছি, কিংবা পরিষদের সম্পদ লুন্ঠন করেছি এমন কোন তথ্য আমার বিরুদ্ধে উপস্থাপন করা যাবেনা। আমি চেষ্টা করেছি, যেকোন দুর্দিন-দুসময়ে সাধারণ মানুষের পাশে থেকে পরিষদের নাগরিক সেবা নিশ্চিত করার। বিগত বছরে কয়েকদফা ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগ শিকার করে সেবা দিয়েছি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৩এপ্রিল উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার জনগণের প্রতি আবেদন রাখেন। অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসন খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আমিনুল হক বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ আলম কমিশনার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্যানেল জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো: ওয়ালিদ মিলটন, সহসভাপতি বশির আহমদ, জেলা যুবলীগ নেতা আমিনুল করিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন ও ফরিদুল ইসলাম, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, চিরিংগা ইউনিয়ণ আওয়ামীলীগের সাবেক সভাপতি আহমদ কবির মেম্বার, কৈয়ারবিল ইউনিয়ন সিনিয়র সহসভাপতি জাফর আলম সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, যুগ্ম সম্পাদক মামুনুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আরিফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আরিফ মঈন উদ্দিন রাসেল। ##
পাঠকের মতামত: