ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় পিতা কর্তৃক কন্যা ধর্ষণের অভিযোগ: ধর্ষক গ্রেপ্তার

RAPIST-FATHER-OF-DOUGHTERমোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকেঃ

“বাবা, আমি তোমারি মেয়ে, আমার সাথে এমনটি করোনা, তোমার দুটি পায়ে পড়ি, আমার মা ও নাই, তুমি এমন করলে আমি কার কাছে যাব, বাবা।”- ডেইজি আক্তার (১২), (ছদ্মনাম) তার মাদকাসক্ত পিতাকে এভাবে করুণভাবে অনুনয় বিনয় করলেও, পাষন্ড পিতার মন গলেনি। শেষ রক্ষা হয়নি মেয়েটির। তাকে বিগত ৩ মাস যাবৎ বিভিন্ন সময়ে বেশ কয়েক দফায় পাশবিক নির্যাতন চালায় তার বাবা। বাধা দিলে তাকে ছুরি ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়া হত এবং তার মুখে কাপড় গুজে দিয়ে ধর্ষণ করা হত তাকে। নির্যাতিতা মেয়েটি তার দাদা-দাদীকে বহুবার ঘটনার কথা বলে কোন সুরাহা পায়নি। সর্বশেষ গত ০১ অক্টোবর সকালে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করলে, নির্যাতন সহ্য করতে না পেরে অসহায় মেয়েটি তার মামা বাড়ী গোল মোহাম্মদ পাড়ায় পালিয়ে আসলে তার বাবা তাকে সেখান থেকেও নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু মেয়েটি তার বাবার সাথে যেতে রাজী না হলে প্রচন্ড রকমের কান্নাকাটি শুরু করে। ঠিক তখনই বেরিয়ে আসে থলের বিড়াল। হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে মেয়েটি তার নানা-নানির কাছে ঘটনার বিবরণ দেয় যে, কীভাবে তার পিতা তার ওপর পাশবিক নির্যাতন করেছে। গত ০৫ অক্টোবর স্থানীয় সাংবাদিকদের কাছে মেয়েটি অকপটে স্বীকার করে তার নির্যাতনের ফিরিস্তি। সে আরও জানায়, তার বাবা নেশাগ্রস্থ, প্রায়শ ইয়াবা সেবন করে। তার নিজ মাকে ৪ বছর আগে তার বাবা তালাক দিলে সে ও তার ছোট ভাই বাবার সংসারে থেকে যায়, এবং বাবা আবার বিয়ে করেন কিন্তু নতুন মা প্রায়শঃ বাড়ীতে অনুপস্থিত থাকার কারণে তার বাবা তার সাথে এহেন খারাপ আচরণ করার সুযোগ পায়। অভিযুক্ত পাষন্ড পিতা, লোহাগাড়া সদর ইউনিয়নের শাহ্পীর পাড়া এলাকার জনৈক ওসমান গণির পুত্র আবদুল মাবুদ (৩৮)। পেশায় সিএনজি চালক তথাপি নামধারী কথিত যুবলীগ নেতা। পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে তীব্র আক্রোশে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী সহ পুরো লোহাগাড়া তথা চট্টগ্রামবাসী। সকলেই ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। গতকাল ৭ অক্টোবর ধর্ষক মাবুদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দিন চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে ধর্ষক আব্দুল মাবুদকে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেপ্তার করতে সক্ষম হয় লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং- ১৪- ০৭/১০/১৭) রুজু করা হয়েছে বলে জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান পিপিএম।

পাঠকের মতামত: