ঢাকা,মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

লামা ইউপি নির্বাচন, বেকায়দায় আওয়ামী লীগ, স্বস্তিতে বিএনপি

টচ্চচচমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে প্রত্যেক ইউনিয়নে একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে আছে উপজেলা বিএনপি।

উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ৩-৫ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, পোষ্টার, ব্যানার ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে অনেক সম্ভাব্য প্রার্থী দল ও জনগণের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। ফলে ইত্যেমধ্যে দলীয় মনোনয়ন দিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।

লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, প্রার্থী চুড়ান্তের বিষয়ে আমরা আজ বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এম.পি’র কাছে এসেছি। তিনি যাকে চুড়ান্ত করবেন সেই নৌকা প্রতীকে নির্বাচন করবে। এবার বিদ্রোহী প্রার্থী না থাকার সম্ভাবনা বেশী।

অপরদিকে বিএনপিও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত হলে পরিস্থিতি বুঝে শুনে তারপর প্রার্থী মনোনয়ন দিবে বিএনপি। ইতিমধ্যে খসড়া তালিকা করা হয়েছে বলে জানান, লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে হয়তো উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়ন হারাতে পারে আওয়ামী লীগ।

উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ণ চাকমা জানান, ৩য় দফায় এ উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল ৩ মার্চ সকাল ১১টায় ঢাকা শেরে বাংলা নগর এন.ই.সি অডিটোরিয়ামে ইউপি নির্বাচন ২০১৬ উপলক্ষ্যে সংক্রান্ত এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে। তারপর চুড়ান্ত জানা যাবে নির্বাচনের সময় সূচী।

সংবাদ প্রেরক-

পাঠকের মতামত: