ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

লামা ইউপি নির্বাচনে আ’লীগ ৫, বিএনপি ২

হহহহমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

জনগনের নিরবিচ্ছিন্ন অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লামা উপজেলা ইউপি নির্বাচন। বেসরকারীভাবে ঘোষিত নির্বাচনের ফলাফলে গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাথোয়াইচিং মার্মা (প্রতীক-নৌকা), লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিন্টু কুমার সেন (প্রতীক-নৌকা), ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ জাকের হোসেন মজুমদার (প্রতীক-ধানের শীষ), আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (প্রতীক-নৌকা), সরই ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী ফরিদ উল আলম (প্রতীক-ধানের শীষ), ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ জালাল উদ্দিন (প্রতীক-নৌকা) ও রুপসীপাড়া ইউনিয়নে ছাচিং প্রু মার্মা (প্রতীক-নৌকা)। এছাড়া ৬৩ ওয়ার্ডে ৬৩জন সাধারন সদস্য ও ২১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন।

লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা ও রিটার্নিং অফিসারগন নির্বাচনের ফলাফল ঘোষনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। নির্বাচনের সময় টুকিটাকি ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পাঠকের মতামত: