ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

লামায় শহীদ বেদিতে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

লামা প্রতিনিধি :
মহান বিজয় দিবসের সূচনা লগ্নে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, লামা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও নির্বাহী অফিসার খিন ওয়ান নু। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ও লামা পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া একে একে শ্রদ্ধা জানায়- সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমূহ।

পাঠকের মতামত: