ঢাকা,মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

লামায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

lasলামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বসন্ত বড়ুয়া (৪০) নামে এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যং মৌজার রঞ্জুমুরুং পাড়ার অদুরে বাঘঝিরি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বসন্ত বড়ুয়া ওই ইউনিয়নের দরদরী বড়ুয়াপাড়ার বাসিন্দা তেজেন্দ্র বড়ুয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার কলা কেনার জন্য বসন্ত বড়ুয়া নাইক্ষ্যং মুরুংপাড়া এলাকায় যান। তিনদিন পর বুধবার দুপুরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে লামা থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে হতভাগ্য বসন্ত বড়ুয়ার লাশ উদ্ধার করেন।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বসন্ত বড়ুয়ার মৃত্যুর কারন জানা যাবে।

 

পাঠকের মতামত: