ঢাকা,মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

লামায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

sssssমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলার আজিজনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে লামার আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়াস্থ তার নিজ বাসা থেকে ৭৯পিচ ইয়াবাসহ মোঃ আনোয়ার হোসেন রাজীব (৩০)কে আটক করা হয়। আটক রাজীব চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোঃ এনায়েত হোসেনের ছেলে।

 স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন রাজীব মরণ নেশা ইয়াবা সেবনের পাশাপাশি দীর্ঘদিন এলাকায় বিক্রিও করছে, এমন সংবাদের ভিত্তিতে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ ইউনুছ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শনিবার ভোর চারটার দিকে চেয়ারম্যান পাড়ায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন রাজীব এর বাসায় তল্লাশী চালিয়ে বিক্রির জন্য ঘরে রক্ষিত ৭৯পিচ ইয়াবাসহ তাকে আটক করেন।

 আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে ইয়াবাসহ আটক আনোয়ার হোসেন রাজীবকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: