ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

লামায় ইউপি নির্বাচনে সরগম নির্বাচনী এলাকা

mmmmমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

আগামী ২৩ এপ্রিল ৩য় দফায় লামা উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে লামা উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত পদে ৬৬জন, সাধারণ সদস্য পদে ২২৮ জন সর্বমোট ৩২১জন প্রার্থীর প্রার্থিতা বৈধ করে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পেয়ে সমর্থক, ভোটার ও নেতাকর্মীদের নিয়ে সকল প্রার্থী নেমে পড়েছে নির্বাচনী মাঠে। প্রচার প্রচারনায় জমে উঠেছে নির্বাচনী এলাকা। ভোটারদের ধারে ধারে গিয়ে হৃদয় আকর্ষণ করতে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। বিপুল উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে চলছে উঠান বৈঠক, মিটিং, পথসভা, পোষ্টারিং। এছাড়া ব্যানার পোষ্টারে চেয়ে গেছে নির্বাচনী এলাকা। ঝড় উঠেছে চায়ের কাপে। গভীর রাত পর্যন্ত চলছে প্রচারনা। এসবের ভিড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রায় সকল প্রার্থী। বিভিন্ন যানবাহন শোভাযাত্রার দিয়ে প্রার্থীরা জানান দিচ্ছে নিজেদের অবস্থান। স্থানীয় সরকার পরিষদের এবার প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই বিগত দিনের চেয়ে এবারের নির্বাচনী কৌশলও ভিন্ন। প্রার্থীর সংখ্যাও কম। তবে বিএনপি প্রত্যেক ইউনিয়নে একক প্রার্থী দেয়ায় ফুরফুরে মেজাজে আছে দলের নীতি নির্ধারকরা। কয়েকটি ইউনিয়নে সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় একটু বেকায়দায় আছে আওয়ামী লীগ। একক প্রার্থী করতে কাজ করছে দলের শীর্ষ নেতারা।

লামা উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা যে প্রতীক পেলেন। ১নং গজালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চচিমং মার্মা ঘোড়া, বাথোয়াইচিং মার্মা নৌকা, মংক্যচিং চৌধুরী ধানের শীষ, ২নং লামা ইউনিয়নে আব্দু রহমান জাতীয় পার্টি লাঙ্গল, মিন্টু কুমার সেন নৌকা, মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ধানের শীষ, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদার ধানের শীষ, মোঃ খাইরুল বশর নৌকা, সামশুদ্দীন জাতীয় পার্টি লাঙ্গল, ৪নং আজিজনগর ইউনিয়নে মোঃ জসিম উদ্দীন নৌকা, মোঃ নাজেমুল ইসলাম ধানের শীষ, মোঃ নুরুচ্ছফা স্বতন্ত্র মোটর সাইকেল, সামছুল কিবরিয়া সুমন স্বতন্ত্র আনারস, ৫নং সরই ইউনিয়নে নুরুল আলম নৌকা, ফরিদ উল আলম ধানের শীষ, মোহাম্মদ আলী স্বতন্ত্র ঘোড়া, ৬নং রুপসীপাড়া ইউনিয়নে চাহ্লাখাইন স্বতন্ত্র আনারস, ছাচিং প্রু মার্মা নৌকা, বিশ্বজিত বড়–য়া স্বতন্ত্র চশমা, মোঃ রফিকুল ইসলাম ধানের শীষ, মোঃ হাবিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল, ৭নং ফাইতং ইউনিয়নে আব্দুল জলিল স্বতন্ত্র চশমা, জালাল উদ্দিন নৌকা, মোঃ আবু তাহের স্বতন্ত্র আনারস, মোঃ হেলাল উদ্দিন স্বতন্ত্র মোটর সাইকেল, শামসুল আলম ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা বলেন, ৭ এপ্রিল বৃহস্পতিবার সকল প্রার্থীকে ডেকে লামা টাউন হলে মত-বিনিময় সভা করে নির্বাচনের আচরণ বিধি মানার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। সুষ্ট নির্বাচনের স্বার্থে আচরণ বিধি লঙ্গনকারীদের শাস্তির আওতায় আনা হবে।

পাঠকের মতামত: