ঢাকা,সোমবার, ৭ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা পরিস্হিতি পর্যবেক্ষন; মার্কিন রাষ্ট্রদূত এখন কক্সবাজারে

dddআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

মায়নমার থেকে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত এলাকায় পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজারে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট। তিনি মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন ও রোহিঙ্গাদের সমস্যার কথা শুনবেন। গতকাল
সোমবার বিকাল ৩ টায় কক্সবাজারে পৌঁছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এম এম রেজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বার্ণিকাট।
পরে বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে বসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি মানবিক বিবেচনায় বাংলাদেশের সহায়তাও চেয়েছেন তিনি ।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, রোহিঙ্গাদের সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত: