ঢাকা,বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

রামুর বসত বাড়িতে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট

সোয়েব সাঈদ, রামু ::dakati..

রামুতে বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণের অংলকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে। গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ভুতপাড়া এলাকার মো. আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা মো. আলীর ছেলে রামু উপজেলা পোল্ট্রি ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, ১৫/২০ জন মুখোশ পরিহিত ডাকাত দরজা ভেঙ্গে সংঘবদ্ধ ডাকাতদল ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে আসববাপত্র তছনচ করে ৫ ভরি স্বর্ণের অলংকার, ৭০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন স্টে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে সটকে পড়ে। রামু থানার এসআই রফিক গতকাল সোমবার ডাকাতিস্থলে যান। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় ইয়াবা সহ মাদকের ছড়াছড়ি চলছে। এ কারনে চুরি-ডাকাতিও বেড়েছে। কয়েকদিনে দফায় দফায় ডাকাতির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

 #######################

রামুতে স্ত্রীকে গলাটিপে হত্যা করলো স্বামী

সোয়েব সাঈদ, রামু :::

রামুতে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। বর্বরোচিত এ ঘটনাটি ঘটেছে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেচুবনিয়া এলাকায়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সামসুন্নাহার (২৫) স্থানীয় আবদুস ছালামের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী জানিয়েছেন, দীর্ঘদিন সামসুন্নাহারের সাথে স্বামী আবদুস ছালামের ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাদের সংসারে ইয়াছিন নামে ৫ বছরের এক পুত্র শিশু রয়েছে।

তিনি আরো জানান, বিরোধের জের ধরে সোমবার ভোরে স্ত্রী সামসুন্নাহারকে গলা টিপে হত্যা করে আবদুস ছালাম। সামসুন্নাহারের গলায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সামসুন্নাহারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে এ ঘটনায় নিহত শামসুন্নাহারের ভাই মো. ফিরোজ বাদি হয়ে সোমবার রামু থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, নিহত সামসুন্নাহারের পৈত্রিক বাড়ি উখিয়া উপজেলার মধ্যম হলুদিয়া গ্রামে।

##################

 রামুতে অধিকার সচেতনতা সভা ও আইন সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে অধিকার সচেতনতা সভা ও আইন সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান নুরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ।

আইন সহায়তা কেন্দ্র (সিএলএস) রামু অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট নাছির উদ্দিন ফারুক, এডভোকেট সাহাব উদ্দিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রশিক্ষক এম মনছুর আলী ও ফারজানা ফেরদৌস, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, কাউয়ারখোপ ইউপি সদস্য নাসিমা আকতার, হাছিনা আক্তার, হাবিব উল্লাহ ও আজিজুল হক, সিএলএস জোট সদস্য আবদুল হক প্রমূখ।

বাংলাদেশ লিগ্যাল এইড এ্যন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এবং ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের আওতায় এ সভা ও আইন সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে আইনী সহায়তা দেয়া হয়। জনগণ যেন এর সুফল ভোগ করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভা চলাকালে আইন সহায়তা ক্যাম্পে ভুক্তভোগী নারী-পুরুষ বিজ্ঞ আইনজীবীদের কাছে বিনামূল্যে আইনী সহায়তা নেন।

রামুর ঈদগড়ে অগ্নিকান্ডে বসত বাড়ি ভষ্মিভূত

সোয়েব সাঈদ, রামু

রামু উপজেলার ঈদগড় বাজার সংলগ্ন পূর্ব রাজঘাট এলাকায় অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত আব্দুল করিমের ছেলে কবির আহমদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কবির আহমদের বড় ছেলে আমানুল হক তার দোকানে পেট্রোল বিক্রি করে আসছিলো। আবার দোকানের বিক্রির জন্য আনা প্রেট্রোল বাড়িতেও মজুত করতেন।

গতকাল বাড়িটিতে বিদ্যুৎ না থাকায় পরিবারের সদস্যরা চেরাগ জ্বালিয়ে কাজকর্ম করছিলেন। এসময় অসাবধানতাবশত একটি প্রেট্রোল ভর্তি ট্যাংকে আগুন ধরে যায়। মূহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের জন্য প্রাণপন চেষ্টা চালালেও পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

#####

সোয়েব সাঈদ

রামু প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৬

পাঠকের মতামত: