অাবুল কাশেম সাগর, রামু :::
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় অগ্নিকান্ডে অবসরকালীন পেনশনের ভাতায় করা শেষ সম্বল বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে ।গতকাল মঙ্গলবার ( ৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জোয়ারিয়া ইউনিয়নের নাদের পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অামিন মাষ্টারের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে প্রথমে রামু থানার এস অাই অাবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি পুলিশের ফোর্স ঘটনাস্থল এসে জনসাধারণ নিয়ে অাগুন নেভানোর চেষ্টা করেন।
জানা যায়, মামলা সংক্রান্ত জটিলতার কারনে রামুতে ফায়ার সার্ভিস ডিফেন্স নির্মাণ কাজ বন্ধ থাকায় কক্সবাজার হতে দমকল বাহিনী রাত সাড়ে ১০টায় পোছার পূর্বে বসত বাড়ি বেশীরভাগ অংশ পুড়ে গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইন্সেপেক্টর মো. অাব্দুল মজিদ জানান, চেরাগের অাগুন হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং প্রাথমিকভাবে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল অালম ও জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স।
পাঠকের মতামত: