ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::  রামুতে মোটর সাইকেলযোগে সড়ক পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার, বিকাল তিনটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় ইউপি সদস্য জিকুর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামুর রশিদনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে ওয়াহিদ (১৮) ও আব্দুল মজিদের ছেলে মো. হোছন (২৪)।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য জিকু জানিয়েছেন, বিকালে রশিদনগর বাজার থেকে মোটর সাইকেযোগে নিহত ওয়াহিদ ও হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কের রেলক্রসিং পার হতে গিয়ে তারা কক্সবাজারমুখি একটি রেলের নিচে চাপা পড়েন। এতে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও জানান, রেললাইনের কাজ চলাকালে স্থানীয়রা দূর্ঘটনা কবলিত স্থানে দীর্ঘদিনের চলাচলের সড়ক থাকায় একটি রেল গেইট স্থাপনের দাবি জানিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় এ দূর্ঘটনা সংগঠিত হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- রাস্তা পারাপারের সময় অসাবধনতাবশত এ দূর্ঘটনা হয়েছে।

পাঠকের মতামত: