ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

রাবি শিক্ষককে কুপিয়ে হত্যা

1112অনলাইন ডেস্ক :::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫০) কুপিয়ে হত্যা করছে দুবৃর্ত্তরা। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজশাহীর শালবাগানে তার বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর ভগ্নিপতি মাহাবুবুল আলম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় দুশ গজ দূরত্বে সামনের গলিতে পেছনে থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেয় দুবৃর্ত্তরা। এই আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ইবনে গোলাম সাকলায়েন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসেছে। খুনের মোটিভ এবং খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত: