ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

মায়ানমারের মুসলিম হত্যা,ধর্ষণ,বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়ে নির্যাতনের প্রতিবাদে চকরিয়ায় বৌদ্ধদের মানবন্ধন

32
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :::
মায়ানমারের মুসলিম হত্যা,ধর্ষণ,বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়ে নির্যাতনের প্রতিবাদে চকরিয়ায় বৌদ্ধদের মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর শহরের  সড়ক বিভাগের ডাকবাংলো থেকে হাসপাতাল রাস্তা মাথা পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে মায়ানমারের মুসলমানদের উপর হত্যা, ধর্ষণ,নির্যাতন বন্ধের জোর দাবী জানান।
উপজেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও ইউএনও সাহেদুল ইসলামের সমস্বয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক পটল বড়ুয়া নেতৃত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার হারবাং, বমু বিলছড়ি, চকরিয়া পৌরসভা, বরইতলী, ফাঁসিয়াখালী, মানিক20161206_152620পুরসহ বিভিন্ন এলাকার প্রায় ১২শ নারী পুরুষ এ কর্মসূচীতে অংশ নেয়। অপর দিকে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন, চকরিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা। মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় হাজার হাজার মুসলিম জনগনও অংশ গ্রহণ করেন। আজ  বিকাল ২ টা থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে  ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা পৌর শহরে সমবেত হন। পৌরভার ভরামুহুরী বৌদ্ধ বিহারের সভাপতি অরুপ বড়ুয়া জানান, বেশ কিছুদিন ধরে পাশ্ববর্তী দেশ মায়ানমারে মুসিলম সম্প্রদায়ের লোকদের উপর অমানবিক নির্যাতন চলছে। এ নির্যাতনের প্রতিবাদে তারা চকরিয়া উপজেলার সকল বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে সহিংসতা বন্ধের দাবী জানান। এসময় চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: