ছালাম কাকলী / মো: শাহ আলম :
মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ইয়াবাসহ ২পাচার কারীও তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার গাড়ি আটক করতে সক্ষম হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আই, সি রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই মাঈন উদ্দীনসহ সঙ্গিয় র্ফোস নিয়ে কচ্ছপিয়া ঢালায় ২৯ সেপ্টেম্বর ভোরে উৎপেতে থাকে। এ সময় সাদা রং এর চট্টমেট্টো-গ ১২-৪৪২৮ নং এর একটি প্রাইভেট কার গাড়ি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কৌশলে থামিয়ে গাড়ির ড্রাইভারের পাশে থাকা জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তির হাতে থাকা কালো একটি ব্যাগ খুলে ৬ লাখ টাকা মুল্যের ২ হাজার ইয়াবা উদ্ধার করে। সে মুন্সিগঞ্জ জেলার ইসাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র বলে জানিয়েছেন। গাড়িটির ড্রাইভার চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ১০নং কাসিমপুর শতিপাড়া ইসলাম নগরের হানিফ ড্রাইভারের পুত্র আব্দুল কাদের (৩০)। ইয়াবা পাচারের দায়ে ২ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আই, সি রুহুল আমিন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে। উল্লেখ্য যে, আই সি রুহুল আমিন ডুলাহাজারা পুলিশ ফাড়িতে যোগদান করার পর থেকে বহুবার ইয়াবা সহ বিভিন্ন অপরাধে জড়িত মামলার আসামীদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত: