ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

মার্কিন নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ

hilari-clinton_1চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৭৫ থেকে ৮০ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এ সম্ভাবনা ২০ থেকে ২৫ শতাংশ। বিখ্যাত মার্কিন পরিসংখ্যানবিদ নেট সিলভার এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, পরিসংখ্যানবিদ ও লেখক নেট সিলভার সম্ভাবনার তথ্য বিশেষ গুরুত্ব বহন করে। ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের ফলাফলে তাঁর পূর্বাভাসেরই প্রতিফলন ঘটেছিল। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ৪৯টি অঙ্গরাজ্যের ফলাফলের সঠিক পূর্বাভাস করেছিলেন নেট সিলভার। ২০০৯ সালে ‘টাইম’ সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ছিলেন স্থান হয়েছিল তাঁর।

গত বুধবার নেট সিলভারের ওয়েবসাইটে (http://projects.fivethirtyeight.com/2016-election-forecast/ ) ২০১৬ সালের নির্বাচন সম্পর্কে তাঁর পূর্বাভাসের তথ্য দেওয়া হয়। দুটি ভিন্ন মডেলে নির্বাচনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন নেট সিলভার। একটি মডেল ভোটভিত্তিক এবং অন্যটি অর্থনীতি ও ইতিহাসবিষয়ক তথ্য নিয়ে করা। প্রথম মডেলে ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনা মাত্র ২০ দশমিক ৪ শতাংশ। আর দ্বিতীয় মডেলে তাঁর জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ। অন্যদিকে দুই মডেল মিলে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৭৫ থেকে ৮০ শতাংশ।

নেট সিলভার ভোটনির্ভর মডেলে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটিতে হিলারি ক্লিনটনের জয় পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের মধ্যে আছে ফ্লোরিডা, পেনসিলভানিয়া।  এ ছাড়া অ্যারিজোনা অঙ্গরাজ্যেও হিলারির জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে, যেখানে ১৯৯৬ থেকে কোনো ডেমোক্রেটিক প্রার্থীই জয় পায়নি। নেট সিলভারের মতে, পশ্চিমা হিস্পানিক অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজের ভোট হিলারির পাওয়ারই সম্ভাবনা বেশি।

এর আগে অবশ্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ভুল পূর্বাভাস করেছিলেন নেট সিলভার। গত বছরের আগস্টে তিনি পূর্বাভাস করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মাত্র ২ শতাংশ সমর্থন পেতে পারে। তবে এরই মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করেছেন ট্রাম্প। পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে নেট বলেন, রিপাবলিকান দলের মনোনয়নের ক্ষেত্রে ভোটের চেয়ে ইতিহাস ও ব্যক্তিগত মতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি।

 

পাঠকের মতামত: