ছোটন কান্তি নাথ, চকরিয়া ঃ
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে নির্মিত দেশের বৃহত্তম বারার ড্যামটির রাবারের জোড়া ছিঁড়ে গিয়ে নদীতে ব্যাপকভাবে ঢুকে পড়ছে সামুদ্রিক জোয়ারের লবণাক্ত পানি। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের ৫০ হাজার একর জমির চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়েছে। ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার খবরে অর্ধ লক্ষাধিক কৃষকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাঘগুজারা রাবার ড্যামের তদারক আবদুর রহিম জানান, ড্যামটি উদ্বোধনের পর এ পর্যন্ত চারবার রাবারের জোড়া ছিঁড়ে যায়। গতকাল বুধবার দুপুর বারোটার দিকে সামুদ্রিক অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ড্যামটির চার স্প্যানের এক স্প্যানের রাবারের জোড়া ছিঁড়ে গেলে ব্যাপকভাবে নদীতে ঢুকে পড়ছে লবণাক্ত পানি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেছেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী জিয়া বলেন, ‘মাতামুহুরী নদীতে দেশের বৃহত্তম ড্যামটি নির্মাণ করা হয়েছিল চকরিয়া ও পেকুয়ার ১৫টি ইউনিয়নের ৫০ হাজার একর জমির চাষাবাদ নির্বিঘেœ করতে। কিন্তু নানা অনিয়মের মধ্য নিয়ে ড্যামটি নির্মাণ হওয়ায় এবং ড্যামের অদূরে গত দুইমাস ধরে শ্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ে এই ড্যামটি। যার খেসারত কৃষকদের দিতে হচ্ছে চতুর্থবারের মতো ড্রামটি রাবারের জোড়া ছিঁড়ে অকার্যকর হওয়ায়।’
চেয়ারম্যান বলেন, ‘জরুরীভিত্তিতে ড্যামটির ছিঁড়ে যাওয়া রাবার জোড়া না লাগালে চলতি আমন মৌসুমে জমিতে রোপিত ফসল মিঠাপানির অভাবে নষ্ট হয়ে হবে। এতে আর্থিকভাবে মার খাবে কৃষক। তাই এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘ড্যামটির ছিঁড়ে যাওয়ার রাবার জোড়া লাগাতে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘বাঘগুজারা ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার খবর পেয়ে সেখানে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ফিরলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ড্যামটির ছিঁড়ে যাওয়া রাবার জোড়া লাগাতে।’ ##
প্রকাশ:
২০১৬-০৩-১০ ০৪:৫১:৫৫
আপডেট:২০১৬-০৩-১০ ০৫:৩৭:১৭
- দুর্নীতির শীর্ষে পাসপোর্ট বিআরটিএ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী খাত
- কক্সবাজারে ইজি বাইকসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
- চকরিয় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- চকরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ
- “শিক্ষার গুণগত মানোন্নয়নে শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে”
- শিক্ষা বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন খোদ শিক্ষক সমাজ, প্রতিকার কী?
- চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের যোগসাজশে খাসজমি দখলের উৎসব
- বদরখালী সমিতির মৎস্য প্রকল্প নিলামে বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা
- মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ: ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আড়াই কোটি টাকা আত্মসাৎ
- চকরিয়া সদরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
- শিক্ষা বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন খোদ শিক্ষক সমাজ, প্রতিকার কী?
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আড়াই কোটি টাকা আত্মসাৎ
- “শিক্ষার গুণগত মানোন্নয়নে শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে”
- কক্সবাজারে ইজি বাইকসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
- কক্সবাজারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৬৭ জন
- ঘুমেই মারা গেলেন কুতুবদিয়ার এটিও চকরিয়ার শহীদুল্লাহ
- বদরখালী সমিতির মৎস্য প্রকল্প নিলামে বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা
- চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের যোগসাজশে খাসজমি দখলের উৎসব
- চকরিয়ার খুটাখালীতে ডাকাতি হওয়া টমটম গ্যারেজের ৫২টি ব্যাটারী উদ্ধার
- চকরিয় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের আগের কমিটি বহাল থাকবে
পাঠকের মতামত: