এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানি ডুবে আলি ইফতেশান মানিক (১৩) নামের এক কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে নদীর কাকারা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। শিক্ষার্থী আলি ইফতেশান মানিক চকরিয়া উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদুল আলমের বড় ছেলে এবং সে স্থানীয় কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়তেন।
কিশোর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। পরিবার সদস্য ও প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুর আনুমানিক বারোটার দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে শিক্ষার্থী ইফতেশান মানিক।
ওইসময় অসাবধানবশত: পানিতে ডুবে যায় শিক্ষার্থী আলি ইফতেশান মানিক। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে নদী থেকে মুর্মুষ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার জমজম হাসাপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, চমেক হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার ৩০ মিনিট পর বিকাল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। #
পাঠকের মতামত: