স্টাফ রিপোর্টার, চকরিয়া :
চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। সমবয়সীদের নিয়ে গতকাল সোমবার দুপুরে নদীতে গোসল করতে যায় সে। এ সময় নদীতে ডুব দেওযার পর তাকে খুঁজে পাচ্ছিলনা বন্ধুরা। প্রায় ১০ মিনিট পর শিশুটি নিথর দেহ ভেসে উঠে। এর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া স্কুলছাত্রের নাম তানভীরুল হাসান রাতুল (৫)। সে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা মৌলভী পাড়ার মোহাম্মদ ইলিয়াছের পুত্র এবং পৌরসভার বাটাখালীর প্রত্যাশার আলো শিক্ষালয়ের কে.জি শ্রেণির ছাত্র।
মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পাঠকের মতামত: