ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মাওলানা গাজী জাফর বদরীর ইন্তেকাল জানাযায় শোকাহত মানুষের ঢল

Chakaria Picture 23-01-2017 (3)মিজবাউল হক, চকরিয়া :

চট্টগ্রামের প্রখ্যাত আলেমেদীন সুন্নি আন্দোলনের নেতা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালীর ইউনিয়নের আল্লামা গাজী জাফর আহমদ বদরী গতকাল শ‌নিবার রাত সাড়ে ১২টার দি‌কে চট্টগ্রা‌ম আগ্রাবাদ মা ও শিশু জেনা‌রেল হাসপাতা‌লে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। ইন্না‌লিল্লা‌হি রা‌জিউন। মৃত্যুকালে তিন ছেলে ও দুই কন্যা সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়ে বদরখালীবাসী।

এদিকে চট্টগ্রাম ও চকরিয়ায় তার চতুর্থ নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। তিনি চট্টগ্রাম আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, গাউছিয়া কমিটির কক্সবাজার জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি কক্সবাজার জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি সহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও পরিচালনা করেন। তার প্রথম জানাযা চট্টগ্রাম পাঁচলাইশ আহছানুল উলুম গাউছিয়া কামিল মাদ্রাসা, দ্বিতীয় জানাযা চট্টগ্রামের আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসায়, তৃতীয় জানাযা চকরিয়া জয়নাল আবেদীন মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ও চতুর্থ জানাযা তার জন্মস্থান বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পারিবারিক কবর স্থান বদরখালীর ছনুয়াপাড়ায় দাপন করা হয়। আল্লামা গাজী জাফর আহমদ বদরীর জানাযায় কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভিবিন্ন রাজনৈতিক সামাজিক ও জনপ্রতিনিধি ছাড়াও সর্বস্তরের মানুষ জানাযায় শরীক হয়েছেন। আল্লমা বদরীর নামাজে জানাযায় দাড়িয়ে তার জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে গিয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন গারাংগীয়া দরবার শরীফের শাহাজাদা আল্লামা মাহমুদুল হক মজিদি। আল্লামা গাজী জাফর আহমদ বদরীর নামাজে জানাযায় অংশ নিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম। সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালী ইউপি চেয়ারম্যান এম খায়রুল বশর, বদরখালী এমএস ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশর, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ মুহাঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী, বদরখালীর সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ সহ অসংখ্যা বক্ত অনুরাগী তার জানাযায় অংশ নিয়েছেন। ##

পাঠকের মতামত: