ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

মহেশখালী পৌর নির্বাচনে সহিংসতায় ৪ মামলা

mamla.মহেশখালী প্রতিনিধি ::::
মহেশখালী পৌরসভার নির্বাচনে হত্যাকান্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় ৪টি মামলা হয়েছে।
ভোট ছিনতাইয়ে বাধা প্রদান করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দু শুক্কুরের পিতা আবুল কাশেম বাদী হয়ে মহেশখালী থানায় ১৭/৭৬ নং ২৪/০৩/১৬ইং মামলাটি করেন।
এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিককে প্রধান আসামী করে ৪১জনকে আসামী করা হয়েছে।
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মৌঃ জহির উদ্দিনসহ ৩৮ জনের নামে আরেকটি মামলা করেন গোরকঘাটা সিকদার পাড়া এলাকার মৌলভী এখলাচুর রহমানের পুত্র তকি উদ্দিন।
মামলা নং ১৯/৭৮ -২৫/০৩/১৬ইং।
এতে অনেক নিরীহ মানুষকে আসামী করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এডভোকেট ফারুক ইকবালের গোরকঘাটার বাস ভবনে গুলি বর্ষণ লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ২৩/৮২-২৬/০৩/১৬ইং দায়ের হয়।
হোটেল মিষ্টি মুখের ম্যানেজার নুর হোসেন বাদী হয়ে ২৬ মার্চ মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিনকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করে।
এতে অনেক নিরীহ মানুষকে আসামী করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এ দিকে এসব মামলায় গনহারে আসামী করায় থানার দালালরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে হানা দিচ্ছে। আদায় করছে মোটা অংকের টাকা। এমন অভিযোগ ভুক্তভোগী লোকজনের। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চায়।

পাঠকের মতামত: