ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

মহেশখালীর বনভুমিতে পাহাড় কাটা চলছে ঃ বনবিভাগ নিরব

pahar-khata-300x144শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া, ঝাপুয়া, দুইল্ল্যাছড়ি এলাকায় বনভুমিতে চলছে নির্বিচারে পাহাড় কাটা। দিনে ও রাতে সমান তালে পাহাড়কাটা এবং বাগান নিধন চললেও স্থানীয় কালামারছড়া বনবিটের কর্মকর্তারা রহস্যজনক নিরবতা পালনে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সংঘবদ্ধ একদল পাহাড় খেকো চক্র উপকুলীয় বনভিাগের অধীনে কালামারছড়া বনবিটের অধীনে বনভুমি ও বনায়নের গাছ নির্বিচারে কেটে ফেলছে। বনায়নের গাছ সাবাড় হওয়ার পাশাপাশি পাহাড় ধবংসের কারণে ওই এলাকাগুলো দিনদিন ঝুকির দিকে ধাবিত হচ্ছে।

স্থানীয় এলাকাবাসি ও বনবিভাগ সুত্রে জানা গেছে, মোছা আলীর ছেলে আমিরিক্কা, ওমর ফরুক, আমিরিক্কার ছেলে আবু বক্কর , মোছা আলীর ছেলে লাজু প্রকাশ লাইল্লা ও লাজুর ছেলে আতিক উল্লাহ এধরনের পরিবেশ বিধবংসী কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সুত্র জানিয়েছেন, কালামারছড়া বনবিটের কর্মকর্তা সহ অন্যান্য কর্মীরা এসব পাহাড় খেকোদের একাধিবার ধাওয়া করে। কিন্তু ঠিকই তারা পাহাড় কেটে বিলীন করছে ও গাছ সাবাড় করায় স্থানীয় বসতবাড়িগুলোর ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

কালামারছড়া বনবিটের কর্মকর্তা মোঃ সরওয়ার জানান, পাহাড় ও বন নিধনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: