ঢাকা,শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

মহেশখালীতে লেখক উৎসব ও বইমেলা কাল

book-fairমহেশখালী প্রতিনিধি :::

মহেশখালীতে ৩য় বারের মত লেখক উৎসব ও বইমেলা কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান সকাল ৯-৪৫ মিনিটে লেখক উৎসব উদ্বাধন, ১০.৩০ মিনিটে বইমেলা উদ্বোধন, বিকাল ৩.০০ মিনিটে কবিতা পাঠ ও সংস্কৃতি অনুষ্ঠান, বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাদাত উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক চট্রগ্রাম দক্ষিন জেলা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, প্রধান অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, স্বাগত বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

সমন্বয়ক থাকবেন মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.রমজান আলী, সদস্য মাহবুব রোকন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, কৃষকলীগ নেতা মো. আলতাজ, সাকিব মাহমুদ ও শাহরিয়া চৌধুরী। আহবায়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রায়হান। লেখকবৃন্দরা হলেন-বুদ্ধিজীবি অধ্যাপক সলিমুল্লাহ খান, সমাজবিজ্ঞানী সাদাত উল্লাহ খান, কাজী ফরহানা আকতার লিসা, শাওয়াল খান, দেসদিমোনা খান, মুহাম্মদ মুহিবুল্লাহ ছিদ্দিকী, আবুল কাসেম, রুহুল কাদের বাবুল, মুহাম্মদ আমান উল্লাহ, আনোয়ারুর রহমান, মোক্তার আহমদ রাসেদ, জাহেদ সরওয়ার, নিলয় রফিক, আলী আককাছ, এস.এম. আজিজুল কাদির, জহির সিদ্দিকী, এস.এম আবু মুসা, মোহাম্মদ শাহ আলম ও আবু তাহের চৌধুরী। অতিথিবৃন্দ-এ.এম.এম ফরহাদ, দিলদার হোসেন, ক্যাথিং অং, রেজাউল করিম, প্রাকৃতজ শামিম রুমি টিটন, আবু মো. জাফর সাদেক, বাবুল বড়–য়া, গোলাম মোর্শেদ চন্দন, মিন্টু হক, অর্পণা খান, সিরাজুল হক সিরাজ, মানিক বৈরাগী, শামসুল আরেফিন, সাঈদ হাসান, আসিফ নূর, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসহাক, মো. ছারওয়ার কামাল, সরওয়ার কামাল ও সরওয়ার সাঈদ প্রমুখ। এছাড়াও দেশের অনেক লেখক, কবি ও শিক্ষাবিদের মিলন মেলা হবে।

পাঠকের মতামত: