ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

মহেশখালীতে মাদক সম্রাজ্ঞী বুড়ি ইয়াবাসহ পুলিশের হাতে আটক

াাাাাাাাাআবদুর রাজ্জাক,মহেশখালী-২৫ ফেব্রুয়ারী ::

কক্সবাজারের উপকুলীয় দ¦ীপ উপজেলা মহেশখালীর বহুল আলোচিত হিরোইন ও ইয়াবা স¤্রাজ্ঞী বুড়িকে অবশেষে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করেছে। ২৪ ফেব্রুয়ারী গভীর রাত্রে মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করে। আটককৃত নুরুজ্জাহান (৫২) প্রকাশ বুড়ি পৌরসভার পুটিবিলায় এলাকার দাসীমাঝির পাড়ার মৃত মীর কাসেমের স্ত্রী বলে জানা গেছে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অর্ধডজন মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান, ২৪ ফেব্রুয়ারী গভীর রাত্রে মহেশখালী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পুটিবিলা দাসীমাঝির পাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মীর কাসেমের স্ত্রী বহুল আলোচিত হিরোইন ও ইয়াবা স¤্রাজ্ঞী নুরুজ্জাহান (৫২) প্রকাশ বুড়িকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত: