ঢাকা,রোববার, ১৩ অক্টোবর ২০২৪

মহেশখালীতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও ওসি

20b09bba-07ae-4adf-be01-453e1d1a89d9-300x225মহেশখালী প্রতিনিধি ::::
আসন্ন মহেশখালী ইউপিনির্বাচনের দিন ঘনিয়ে আসার কারনে- মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মো: আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম-উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেদ্র পরিদর্শন করেন। মাতারবাড়ী ইউনিয়নে ২৯৮০৫জন নারী-পুরুষ ভোটার-ভোটকেন্দ্র ১১টি, ধলঘাটা ইউনিয়নে ৮৯৫৪জন নারী-পুরুষ ভোটার- ভোটকেন্দ্র ৯টি, কালামারছড়া ইউনিয়নে ৩৩৭৭৬জন নারী পুরুষ ভোটার-ভোটাকেদ্র ১১টি, হোয়ানক ইউনিয়নে ৩২৩২৫জন নারী-পুরুষ ভোটার – ভোটকেন্দ্র ১১টি, কুতুবজোম ইউনিয়নে ১৮৪১৬জন নারী-পুরুষ ভোটার – ভোটকেন্দ্র ৯টি, বড় মহেশখালী ইউনিয়নে ২৮৩৯৪জন ভোটার- ভোটকেন্দ্র ১১টি, ছোট মহেশখালী ইউনিয়নে ১৬১৬৬জন নারী-পুরুষ ভোটার-ভোটকেন্দ্র ১০টি।সবকিছু টিকঠাক হয়ে আজ ৩ মার্চ প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্য যারা দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছে তারা দলীয় প্রতীক পাবে; অন্যান্যরা ইউপি নির্বাচন এর সংশ্লিষ্ট নিয়মে তাদের প্রতীক বরাদ্ধ পাবেন। আজ ৩মার্চ ইউপি নির্বাচন এর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ এবং আগামী ২২ মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে উপজেলার ৭টি ইউনিয়নে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম এ প্রতিবেদককে জানান, আমরা মহেশখালী ইউপি নির্বাচন; একটি অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান- উপজেলার ৭টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো ইতিমধ্য সরেজমিনে পরিদর্শন করেছি।

পাঠকের মতামত: