ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫

acciএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২৫ মার্চ ॥

কক্সবাজারের মহেশখালীতে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন । শুক্রবার বিকাল ৩টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের বড়–য়া বাজার ঢালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নির্মেলেন্দু চাকমা।

নিহতরা হলেন, কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩৪) ও হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ আলী (৩০)।

নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন। তবে আহতদের নাম জানাতে পারেনি এসআই নির্মেলেন্দু।

এসআই নির্মেলেন্দু জানান, কালারমারছড়া বড়–য়া বাজার ঢালা এলাকায় চকরিয়ামুখি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুরুল আলম নামের একজনের মৃত্যু হয়। আহত অন্যদের চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনা কবলিত গাড়ী ২ টি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের মৃতদেহ স্বজনরা নিয়ে গেছেন।

পাঠকের মতামত: