ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মধ্যম আয়ের দেশ গড়তে সবাইকে সু-শিক্ষিত হতে হবে -ইউএনও চকরিয়া

Chakaria Pic 24-01-2017মিজবাউল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পহঁরচাদা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন কমর উদ্দিন আহমদের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.মাহাবুব-উল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক সমকালের সহ-সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন হায়দার ও দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান সাদিয়া ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম ও ফয়েজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনির আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ, নাছির উদ্দিন আহমদ, আবদুল আজিজ, আক্তার উদ্দিন টুক্কু, মোসলেম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব খান মিন্টু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থায় এমন একটি সময় ছিল বই সংকটের কারণে প্রতিবছর নতুন শিক্ষবর্ষে বড়দের পুরোনো বই টাকা দিয়ে কিনে লেখাপড়া করতে হতো। মূলত সেই সময় বই মিলত না। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই যুগের অবসান হয়েছে। সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে এখন বিনামুল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে। বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা।

পাঠকের মতামত: