ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

ভয়কে জয় করছেন মহেশখালীর প্রান্তিক জনপদের অপরাজিতারা

Coxsbazar school pict 31.01 (3)শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। চারদিকে সাগরবেষ্টিত মহেশখালী একটি প্রান্তিক জনপদ। একটি প্রান্তিক জনপদে মাধ্যমিক স্কুল পড়ুয়া মেয়েরা ৩১ জানুয়ারী মঙ্গলবার সকালে ভয় কে জয় করে নারীর ক্ষমতায়নে স্কুল মাঠে হ্যান্ড বল খেলেছেন। কুতুবজুম অফসোর হাই স্কুলের মাঠে খেলার চলে অপরাজিতারা অনেক আনন্দবোধ করেছে।

প্রান্তিক জনপদ মহেশখালী উপজেলার ১০টি স্কুলে মেয়েদের জন্য ‘হ্যান্ডবল খেলা’ ও বাল্য বিবাহের প্রতিরোধে ‘অপরাজিতা’ নামে একটি নাটক নিমার্ন করে বেশ সাড়া জাগিয়েছে। মানবাধিকার সংস্থা ফ্রেব এধরনের ইভেন্টের আয়োজন করে।

মানবাধিকার সংস্থা ফ্রেব এর একজন কর্মকর্তা বলেন, নারী শিক্ষার পক্ষে কাজ করতে গিয়ে সংস্থাটি মহেশখালী জনপদের স্কুল পড়ুয়া প্রতিটি ছাত্রী যেন স্কুলে আনন্দঘন পরিবেশে পাঠদান গ্রহন করে নিজেকে সাহসি করে তুলতে পারেন।

তিনি বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে বিকাশিত করে। অপরাজিতাদের মুখে এখন স্লোগান ‘আর নয় ঝড়ে পড়া, এবার এগিয়ে যাবার পালা’। বাল্য বিবাহ কে না বলুন,নারী শিক্ষা কে হা বলুন।

অবশ্য এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহেশখালী দ্বীপবাসি। এধরনের উদ্যোগ অব্যাহত রাখুক এটা কামনা ছাত্রীদের।

পাঠকের মতামত: