উখিয়া প্রতিনিধি :::
বান্দরবানে মেজর পরিচয় দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে উখিয়ার কাজীপাড়া গ্রামের কাজী সালাউদ্দিন রুমেল।
বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগরের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বান্দরবানের বাস স্টেশন, আর্মি পাড়া, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকায় মেজর পরিচয় দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছিল কাজী সালাউদ্দিন।
মেজর পরিচয় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করার পর ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়।
বান্দরবান সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ জানান, ভূয়া মেজর পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাঠকের মতামত: