কক্সবাজারের সর্ববৃহৎ মোবাইল ফোনের পাইকারী ও খুচরা মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন গত ৬ সেপ্টেম্বর মার্কেট করিডোরে অনুষ্ঠিত হয়। সমিতির সকল সদস্যদের প্রত্যেক্ষ ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে শাহীনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন। এছাড়া সকলের ভোটে আরও ৯ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী মোঃ মনজুর আলম, সদস্য সচিব মোঃ মামুনুর রাশেদ, জেলা সমবায় কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন পরবর্তী জরুরী সভায় নির্বাচিত সদস্য ও নির্বাচন পরিচালনাকারীদের আলোচনা সাপেক্ষে নিম্নবর্ণিত পদবী বণ্ঠন করা হয়। তৎমধ্যে মোঃ মোবারক হোসেন, সাইফুল ইসলাম ও ওসমান গণি (তিন) জনকে সহ-সভাপতি রবিউল আলম, মোঃ হারুন-উর-রশিদ, মিন্টু দাশ (তিন) জনকে সহ-সাধারণ সম্পাদক, রিয়াদ মোঃ ফরিয়াদ কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আবদুল আজিজ কে কোষাধ্যক্ষ, মোঃ মহিবুল্লা রাসেল কে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়।
বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

পাঠকের মতামত: