বিপুল উৎসাহ উদ্দিপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত না হওয়াতে নির্বিগ্নে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ রাজনৈতিক , প্রশাসনিক ও পৌরসভার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামায়াতে প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। পরে পৌরসভার ২৪টি নির্ধারিত স্থানে পশু কোরবানী করা হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনায় কক্সবাজারে ঈদুল আযহা পালিত

পাঠকের মতামত: