বান্দরবান প্রতিনিধি ::
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে নৌকা প্রতীকের বীর বাহাদুর উশৈসিং সপ্তমবারের মতো বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোটের পরিমাণ ১ লাখ ৭২ হাজার ৪০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এটিএম শহিদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। রোববার রাতে কেন্দ্রভিত্তিক ১৮২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ রিপোর্ট লেখাপর্যন্ত সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি।
সরেজমিন সদর ইউনিয়ন ও সূয়ালক ইউনিয়নে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কোনো কেন্দ্রেই ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। মাঝে-মধ্যে দুই-একজন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে দুপুরের আগেই কেন্দ্রগুলোতে ৫০% এর অধিক ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত: