ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বাজেটকে স্বাগত জানিয়ে চকরিয়াতে আ.লীগের আনন্দ মিছিল

তাৎক্ষনিক আনন্দ মিছিল ও শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা বলেন-একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ২০২৪-২০২৫ অর্থ বছরের এই জাতীয় বাজেট। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মেগা সরকারে মেগা বাজেট এটি। এ বাজেট জনগণের বাজেট, মানবতার বাজেট, মানুষের অধিকার ও কল্যাণের বাজেট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় চকরিয়াবাসীর পক্ষ থেকে বক্তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ অভিবাদন জানায়।

এতে উপস্থিত ছিলেন,চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মূছা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: