ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

বাঁকখালী নদী দখলমুক্ত ও পৌরসভার ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার দাবি বাপার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে এক আলোচনা সভা গত ৮ জুম বিকেল সাড়ে ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বাপার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কলিম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সমীর পাল, সাংবাদিক এম আর খোকন, ইসমাইল সাজ্জাদ, এডভোকেট আবদুর রহিম, দোলন ধর, কল্লোল দে, নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক ইমাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজিম নিহাদ, কফিল উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ-প্রকৃতির ভারসাম্য এবং প্রতিবেশ রক্ষা মানুষের জীবন-জীবিকার পূর্বশর্ত। পরিবেশ রক্ষা করতে না পারলে ইকো সিস্টেম ভেঙ্গে পড়লে মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকির মধ্যে পড়বে। মানুষের জীবনের স্বার্থেই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদী-খাল-জলাশয়-পুকুর-কৃষি জমি-বন রক্ষায় সরকারি এবং ব্যক্তি উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, অসাধু ব্যক্তিরা সকল আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মনুষ্য জীবনের অপরিহার্য উপাদান পরিবেশের বিষয়টি পাশ কাটিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বাঁকখালী নদী দখল দুষন ও নদীর তীরে পৌরসভার ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার দাবি জানান পাশাপাশি কোহেলিয়া নদীসহ জেলার খাল-বিল-পুকুর-জলাশয়-কৃষি জমি-বন ধ্বংসের সমারোহে লিপ্ত রয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানান। এমতাবস্থায় এ বিধ্বংসী কর্মকান্ড রোধে আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন যুগোপযোগী আইন প্রণয়ন এবং ব্যাপক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ব্যাপারে বক্তারা প্রশাসনের সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, স্বার্থান্বেষীমহল সর্বদা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দখল-দূষণের কাজটি করে থাকেন। এ ব্যাপারে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন ভূমিকা, প্রশাসনের বলিষ্ঠ ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর শাখার সভাপতি ইরফান উল হাসান, সাধারণ সম্পাদক উচেন থোয়েন, সহ সাধারণ সম্পাদক নাফিছ ইকবাল, শহরের সহ-সভাপতি প্রভাষক এহেসান উদ্দিন, জুয়েল, ওসমান গণি হাসা, ফাহিম আবেদ, সদর শাখার সভাপতি এনামুল হক চৌধুরি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, উখিয়া শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর, সদরের সহ সভাপতি শেফাউল করিম, নুর হোছাইন প্রমুখ

পাঠকের মতামত: