বৈশাখী গান পরিবেশন, আগত অতিথিদের পান্থা-ইলিশ দিয়ে আপ্যায়ণ ও আলোচনা সভা অনুষ্ঠান তথা বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ১৪ এপ্রিল কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে বাংলা নব-বর্ষ ১৪২৪ বঙ্গাব্দ বরণ করা হয়েছে।
এদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহামদ চৌধুরী বলেন- মুসলমান, হিন্দু, বৌদ্ধ সহ বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের সার্বজনীন অনুষ্ঠান বাংলা বর্ষ বরণ। কিন্তু কতিপয় উগ্রবাদী নতুন প্রজন্মকে এর ভূল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তিনি এ বিভ্রান্তি অতিক্রম পুর্বক নতুন বছরের উদ্দীপনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ-জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিঞা ও কমর উদ্দিন আহামদ বক্তৃতা করেন। এছাড়াও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহামদ, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী,শতায়ু পরিষদের শীর্ষ নেতা এম.এন. ছিদ্দিকী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, জেলা মহিলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আমজাদ বুলবুল সহ বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ এ আয়োজনে সস্ত্রীক অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত: