ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন কাল, প্রচার-প্রচরণা শেষ

badorkhali-chakariaজহিরুল আলম সাগর, চকরিয়া :

দীর্ঘ অপেক্ষার পর বহুপ্রতিক্ষিত দক্ষিণ এশিয়ার বৃহৎ সমবায় প্রতিষ্ঠান চকরিয়ার বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ৫অক্টোবর। গতকাল রাত ১২টায় নির্ঘূম প্রচার-প্রচরণার শেষ হয়েছে। এনির্বাচনে সভাপতি পদে লড়ছেন ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদ পদে ৩ জন, সদস্য পদে ৩৪ জন প্রার্থী। নির্বাচনের শুরু থেকে তৃণমূলের ভোটারদের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বদরখালী বাজার, গ্রামের অলিগলিতে তোরন, রঙ্গিন ব্যানার, ফেস্টুন, পেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, তুইতারে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ও প্রচারণায় তুমুল প্রচারণা চালান। প্রার্থীরা তাদের নিজেদের মত করে বিভিন্ন আশা প্রত্যাশা ও প্রতিশ্রুতি দিয়ে পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজ নিজ পরিচয় ফুটিয়ে তোলছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী বিএ (হারিকেন), বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার (চেয়ার), এম আব্দুল মান্নান (দোয়াত কলম)। সহ-সভাপতি প্রার্থী হলেন আলী মোঃ কাজল ( বাই সাইকেল), আলী আজম বাহাদুর (মই), ছালেহ আহমদ মেম্বার (কলসি)। সম্পাদক পদে প্রার্থী হলেন, বর্তমান সাধারণ সম্পাদক একে এম ইকবাল বদরী (আনারস), নুরুল আমিন জনি (চাকা), এম ওয়াজ উদ্দিন ( গোলাপ ফুল)। এছাড়াও সমিতির ৯টি সদস্য (পরিচালক) পদে প্রার্থী হয়েছেন ৩৩জন। তাদের মধ্যে জসিম উদ্দিন টিটু মোতবাতি), শাহাব উদ্দিন শাকিল (কবুতর), মো: নাজিম উদ্দিন বদরী (বালতি), জয়নাল আবদীন (ফুটবল), মো: কুতুব উদ্দিন সুমন (মোবাইল), কুতুব উদ্দিন এমইউপি (চিংড়ি), জয়নাল আবদীন (মোরগ), আবদুল মাবুদ (ঘুড়ি), হাফেজ আহমদ (তারা), আবুল হাসনাত মো: পারভেজ (গাভী), হাজী জাফর আলম (জগ), মোজাহের আহমদ বদবলী (টুপি), নুরুল কাদের (সেলাই মেশিন), নুরুল আমিন (চশমা), আবু তাহের (বাঘ), নাজেম উদ্দিন (মিনার), আনোয়ার ইসলাম (টেলিভিশন), আহমদ উল্লাহ (আপেল), রুহুল কাদের (টেবিল), আলহাজ¦ আবদুল আজিজ (বৈদ্যুতিক বাল্ব), হাফেজ মোক্তার আহমদ (বক), আবদুর রহমান (মাইক),বারেক আহমদ (মাছ), হামিদ উল্লাহ (ডাব), কফিল উদ্দিন মো: জাহাঙ্গীর (বটগাছ), নুরুল আলম (তলোয়ার), নুরুন নবী (টিউবওয়েল), জাফর আহমদ (কুড়াল), মৌলানা ছৈয়দ মো: নুরুন্নবী (কাঁচি), শহীদুল ইসলাম (আম), সিরাজুল হক (মোটর সাইকেল), আবদুল কাদের মানিক (হাতুড়ী) ও শফিউল আলম (বই) প্রতীক পেয়েছেন।

জানা গেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের তারিখ চুড়ান্ত হওয়ায় প্রাথীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আগামি ৩ বছরের জন্য কাদের হাতে ৪৫ হাজার জনগোষ্টির নেতৃত্ব তুলে দিতে চায় ভোটারে’রা তা এখন দেখার বিষয়। তবে সকলেই চায় সমিতিকে চাঙ্গা রাখতে যাকে প্রয়োজন তাদের হাতে মূল্যবান রায় দিয়ে নেতৃত্বের আসনে আসীন করবেন।

নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী থাকলেও মুল লড়াই হবে মোঃ আলী চৌধুরী বিএ ( হারিকেন) ও বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার (চেয়ার) এর মধ্যে। তবে সাধারণ ভোটারদের জরিপে মোহাম্মদ আলী চৌধুরী বিএ এগিয়ে রয়েছেন বলে লোক মূখে শোনা যাচ্ছে। সম্পাদক পদে ৩ জন হেভিয়েট প্রার্থী থাকলেও মুল লড়াই হবে বর্তমান সম্পাদক একে এম ইকবাল বদরী (আনারস) ও নুরুল আমিন জনি (চাকা)। তবে সম্পাদক প্রার্থী মাস্টার ওয়াইজ উদ্দিনকে একেবারে উড়িয়ে দিলে হবে না তিনিও জয়ের লক্ষে ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন।

এদিকে সমিতির নির্বাচনে প্রতিদ্বন্ধীতাকারী সকল প্রার্থীদের নিয়ে বদরখালী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জনগণের মুখোমুখি সমাবেশের আয়োজন করা হয়। সভায় সকল প্রার্থী ও সমিতির সভ্য, পোষ্য সহ সকল স্তরের জনতা অংশ গ্রহণ করেন। সভায় প্রার্থীরা যার যার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তবে যোগ্য প্রার্থীদের বিজয়ের ব্যাপারে আগামীকাল ৫ অক্টোবর বিকাল ৪টা পযর্ন্ত অপেক্ষা করতে হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চলবে একটানা ভোট গ্রহণ। বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বহু প্রতিক্ষিত উক্ত নির্বাচন।

পাঠকের মতামত: