ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বজ্রপাতে তাবলীগ জামাতের চার মুসল্লিসহ ৫ জনের মৃত্যু

bojropatসি এন ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তাবলীগ জামাতের চার মুসল্লিসহ ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার এই প্রাণহানির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০), মাদারিপুর জেলার কালকিনি থানার কালাই বাড়ি গ্রামের কর্নাসের আলী (৮০), একই এলাকার গুচ্ছগ্রামের খাসেরহাটের হারুন খাঁ (৭০), ওই উপজেলার কালাই সরদারের চর গ্রামের তালেব আলী সরদার (৮৫)। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মো. তাজেমুল হকের মেয়ে বুলি খাতুন (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে তাবলীগ জামাতে আসা মাদারিপুর জেলার দলের সদস্য কর্নাসের আলী, হারুন খাঁ, তালেব আলী ও স্থানীয় রফিকুল জমিনপুর বাজারে যাবার পথে সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, একই সময়ে দুর্লভপুর গ্রামে ৩য় শ্রেণির ছাত্রী বুলি বাড়ির বাহিরে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।

এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত: