ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বই হলো আলোর কারখানা, বই মেলার উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন

mail.google.comএম. এ আজিজ রাসেল ::

বিশিষ্ট কথা সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, বই হলো আলোর কারখানা। এ আলো দিয়েই স্বদেশ পরিপূর্ণ হবে। তাই দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীসহ সকলের হাতে বই তুলে দিতে হবে। ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনকালে করেন তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের জীবনযাত্রাকে জানার জন্য বইয়ের কাছে যেতে হবে। বই মানুষের জাগরণ ঘটায়। বইয়ের মাধ্যমে সৃষ্টি হয় জাগ্রত। সু-শৃংখল, মূল্যবোধ, শান্তি, চেতনা ও সার্বিক উন্নয়ন করার জন্য বই রয়েছে। বই পড়লে হবে না, বইকে যতœ করতে হবে। বইকে উল্টানো যাবে না, ভাঁজ করা যাবে না এবং আগুন দেয়া যাবে না। বই যেখানে সেখানে পড়া যায়। কিন্তু যেখানে সেখানে রাখা যায় না। বই পবিত্র জায়গায় রাখতে হবে। বই মেলা শেষ হয়ে যেতে পারে, বই যাতে শেষ না হয়। বই মেলার মর্মবাণী হলো চেতনার জাগরণে বই। আমরা কত দিন বাঁচি জানি না, কিন্তু প্রকাশনা আমাদের বাঁচিয়ে রাখবে সারা জীবন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপত্বিতে সপ্তাহব্যাপী বইমেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতির মধ্যে বক্তব্যে রাখেন, বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আনোয়ারুন নাসের। অনুষ্ঠিত উদ্ধোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন বইমেলার সদস্য সচিব এডভোকেট তাপস রক্ষিত। মেলার আয়োজকরা জানিয়েছেন, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া শুক্রবার সহ ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় ৩৮ টি দেশের খ্যাতনামা প্রকাশনী অংশ নিয়েছে। আগামী ৬ এপ্রিল মেলা শেষ হবে।

পাঠকের মতামত: