ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১০ মার্চ

77চকরিয়া নিউজ ডেস্ক :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন আগামী ১০ মার্চ। প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুসারে, ওইদিন সকাল ১০ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে থেকে সড়ক পথে রামু সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। রামু সেনানিবাসের ভিভিআইপ কমপ্লেক্স ‘অরণ্য নিবাস’ এ উপস্থিত হবেন ১০ টা ৫০ মিনিটে। এরপর প্রধানমন্ত্রী সকাল ১১ টা থেকে ১২ টা ২৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২ টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত: