ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Protibadকক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকায় গত ৩১ অক্টোবর ২০১৬ ইং তারিখে শেষ পৃষ্টায় “চকরিয়ায় চাঁদা না দেওয়ায় নার্সারী মালিককে অপহরণ, ৩ঘন্টা পর উদ্ধার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিন্মস্বাক্ষরকারীর দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিত ওই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মুলত: চকোরী নার্সারী মালিক সালাহ উদ্দিন কুমিল্লায় চারা রোপন করার জন্য আমার ইউনিয়ন থেকে দিনমজুরী কাজ করার জন্য ৬০ জন লোক নিয়ে যায়। তাদের দিয়ে কাজ করে বেতন পরিশোধ না করে এলাকায় পাঠিয়ে সালাহ উদ্দিন গা ঢাকা দেয়। এ ব্যাপারে ওই ৬০জন দিনমুজুর ইউনিয়ন পরিষদে বিচার দায়ের করলে পরিষদ সালাহ উদ্দিনর পিতাকে বিষয়টি অবগত করে। এসময় সালাহ উদ্দিনের পিতা নুরুল আমিন তার পুত্রের সাথে মোবাইল ফোনে কথা বলে দ্রুত টাকা দেয়ার আশ্বাসদিয়ে চলে যায়। পরে ধার্য় তারিখে টাকা পরিশোধ না করায় পাওনাদাররা পুনরায় মাতামুহুরী পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ করলে পুলিশ ফাঁড়ির এসআই মুরাদ বিষয়টিকে নিয়ে বৈঠক করে। বৈঠকে ২নভেম্বর দিনমুজুরদের টাকা পরিশোধ করার কথা দিয়ে সময় নেয়। সুচতুর সালাহ উদ্দিন দিনমুজুরের টাকা আতœসাতের করার কুমানষে আমাকে জড়িয়ে পত্রিকায় মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
এস.এম জাহাঙ্গীর আলম
চেয়ারম্যান
ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদ।
চকরিয়া-কক্সবাজার।

পাঠকের মতামত: