ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়া উপজেলা বিতর্কিত চেয়ারম্যানের অপসারণ দাবীতে সংবাদকর্মীদের ফের কর্মসূচী ঘোষনা

rajuমুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :::

সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গত ১৮ আগষ্ট উপজেলা পরিষদের সমন্বয় সভা থেকে স্লিপ দিয়ে সংবাদকর্মীদের বের করে দিয়ে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টাকারী পেকুয়া উপজেলা পরিষদের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান, যুবদল নেতা শাফায়াত আজিজ চৌধুরী রাজুর অপসারণসহ তার নানা অনিয়ম, দূর্নীতি ও ভূঁয়া বিল ভাইচার তৈরী করে সরকারী টাকা লোপাট করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয় সংবাদকর্মীরা ফের নতুন কর্মসূচী ঘোষনা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় পেকুয়া উপজেলা পরিষদের সামনে সংবাদকর্মীদের এক ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু ও পেকুয়া উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো উল্লেখ করেছেন, সংবাদকর্মীদের সাথে অসৌজন্য মূলক আচরণ ও স্বাধীন ঘনমাধ্যমের কন্ঠরোধসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ওই বিতর্কিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অতি দ্রুত সময়ে আদালতে মামলা দায়েরেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য যে, গত ২৪ আগষ্ট সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে পেকুয়ার কর্মরত সংবাদকর্মীরা উপজেলা চেয়ারম্যান রাজুর অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ করেছিল। অনুষ্টিত হবে। উক্ত মানববন্ধন ও সমাবেশে পেকুয়ায় কর্মরত সকল সংবাদকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা অংশ নিয়েছিল। পরে ওই দিন সংবাদকর্মীরা পেকুয়া নউপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পাঠকের মতামত: