ঢাকা,রোববার, ১৩ অক্টোবর ২০২৪

পেকুয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এমপি ইবরাহিম

স্টাফ রিপোর্টার, পেকুয়া ::  চকরিয়া-পেকুয়ার নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক) এর সাথে পেকুয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের দিকে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ফৈজুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, রাজাখালী বিইউআই ফাজিল মাদরাসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু পারভিন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়া তাই প্রমাণ করে। আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে আরও বেশি উদ্যোগ নিবে এ সরকার। এসময় প্রাথমিকের মতো ইবতেদায়ীর শিক্ষার্থীদেরও উপবৃত্তির আওতায় আনতে মত দেন রাজাখালী বিইউআই মাদ্রসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইবরাহিম বলেন, যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা হলো শিক্ষার মেরুদণ্ড। তাই আমি সবসময় শিক্ষকদেরকে তাঁদের প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করিনা। আপনাদের যেকোন সমস্যা যেকোন সময় আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি এ ব্যাপারটি সর্বাধিক গুরুত্ব দিবো। এছাড়া আগামী এক মাসের মধ্যে স্ব স্ব বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসকে অবগত করতে শিক্ষকদের নির্দেশ দেন সাংসদ ইবরাহিম।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসের (মাধ্যমিক) একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইনসহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকবৃন্দ।

পাঠকের মতামত: