ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় প্রবাসির স্ত্রী উধাও!

uyytপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় শ্বশুর বাড়ি থেকে গভীর রাতে প্রবাসির স্ত্রী উধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকা নিয়ে যায়। মুঠোফোনে তার পিত্রালয়ের লোকজন তাকে রাতে নিয়ে যেতে সচেষ্ট হন। এসময় শিশু সন্তানসহ শ্বশুরবাড়ির লোকজনের অজান্তে রাতেই উধাও হয়েছেন ওই গৃহবধূ। এদিকে পুত্রবধু রাতেই পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে শ্বশুর বাদি হয়ে পেকুয়া থানায় গতকাল ৩০ এপ্রিল শনিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন ছনখোলার জুম এলাকায়। অভিযোগ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে ছনখোলারজুম এলাকার ওয়াহিদুর রহমানের স্ত্রী হাদিসা বেগম তার শিশু সন্তানসহ উধাও হয়েছেন। ওয়াহিদুর রহমান দুবাই প্রবাসি। গত ২ বছর আগে তার সাথে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক লম্বাখালী এলাকার সাহাব উদ্দিনের মেয়ে হাদিসার সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা এক কণ্যা সন্তানের জনক জননী। ওইদিন রাতে হাদিসা বেগম শ্বাশুর বাড়ির লোকজনের অজান্তে পিত্রালয়ে রাতে পাড়ি জমান। এসময় মালামালসহ নিয়ে যাওয়ার সময় হাজ্বীবাজার এলাকায় খলিল কোম্পানী, কবির আহমদ, আবু ওমর, নাজেম উদ্দিন ও তৈয়ব আলীসহ লোকজন তাকে দেখতে পান। প্রবাসির স্ত্রীর গতিবিধি সন্দেহ পোষন হলে তারা তাকে হাজিবাজারে আটকানোর চেষ্টা করে। এসময় সিএনজি অটোরিক্সাযোগে গৃহবধুর পিতা ও ভাইকে দেখতে পেয়ে ছেড়ে দেন। এব্যাপারে শ্বশুর ছাবের আহমদ বলেন, ছেলেকে আমাদের কাছ থেকে পৃথক করতে পিতা ও ভাইদের প্ররোচরনায় আমার ছেলের বউ গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে পেকুয়া থানার ওসি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত: