ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার পৃথক এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট ও গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪ টা ও সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউপির নন্দীর পাড়া গ্রাম ও টৈটং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামে ঘটনা দুটি ঘটে।
জানাগেছে, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে মোঃ আরিফ নামে (২২) এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত যুবক একই ইউপির পশ্চিম বাইম্যাখালী গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে। খালার বাসায় বেড়াতে এসে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে সূত্রে জানা গেছে।
অপর দিকে টৈটং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামে বিকেল ৪টার দিকে আবদু ছমতের ছেলে মোঃ কাইছার (২৬) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ খবর পেয়ে পৃথক দুই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পেকুয়া থানার ওসি মোঃ ইলিয়াস জানান, দুইটি ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: