ঢাকা,শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

পেকুয়ায় নিখোঁজ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

las..পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় তিন দিন নিখোঁজ থাকা সেই স্বামী পরিত্যক্ত মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালীর একটি নির্জন সেমিপাকা বাড়ি থেকে এ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মহিলার নাম নুরুন্নাহার বেগম প্রকাশ রুনা (২৫)। তিনি নাপিতখালী এলাকার জাফর আলমের মেয়ে। গত ১৫মাস আগে স্বামীর সাথে তার বিচ্ছদ ঘটে। সংসারে তার ছয় বছরের দু’জমজ কন্যা সন্তান রয়েছে। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। প্রাপ্ত সুত্রে জানা গেছে নুরুন্নাহার গত ২২এপ্রিল থেকে নিখোঁজ ছিল। ওইদিন নাপিতখালীর তার চাচা মৌলভী আবু ছৈয়দের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় বাড়ির ছাদে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে নুরুন্নাহার। মৌলভী আবু ছৈয়দের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করেন। বাড়িটি প্রায় পরিত্যক্ত। নুরুন্নাহার গত তিন দিন আগে ভাইয়ের বাড়ি থেকে নিখোঁজ হন। সে সময় থেকে তাকে খোঁজাখুঁজি করা হয়। নুরুন্নাহারের বড় ভাই নুর মুহাম্মদ জানিয়েছেন গত ৮বছর আগে নুরুন্নাহারের সাথে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার নুরুল হকের বিয়ে হয়। জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল নাঈমা নামের দু’জমজ সন্তান আছে তার। ১৫মাস আগে তাদের সংসার বিচ্ছেদ ঘটে। ওই সময় থেকে নুরুন্নাহার আমার বাড়িতে থাকে। তার সাথে আমাদের কোন অভিমান ছিলনা। ২২এপ্রিল থেকে হঠাৎ তিনি নিরুদ্দেশ হন। কি কারনে সে আতœহত্যা করেছে সেটি বুঝতে পারছিনা। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মঞ্জুরুল কাদের মজুমদার জানায় লাশ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগানো ছিল।

পাঠকের মতামত: