ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় দ্বিতীয় দিনে তিনজনের মনোনয়ন বাতিল

পেকুয়া ইউপি নিবর্কাচনস্টাফ রিপোর্টার, পেকুয়া:

পেকুয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়। গতকাল পেকুয়া উপজেলার টইটং, মগনামা ও রাজাখালী ইউনিয়নের প্রার্থীদের যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। পেকুয়া উপজেলার রির্টানিং অফিসার এ,এইচ,এম মনিরুজ্জামান রব্বানী জানান, টইটং ইউনিয়নে ঋণ খেলাপীর দায়ের ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ণ বাতিল করা হয়। তারা হল টইটং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ, রেজাউল করিম। অপরদিকে মগনামা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কম বয়সের কারনে দিলদার হোছন নামের একজন মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বারবাকিয়া, টইটং ও শিলখালী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার এ,এইচ,এম মনিরুজ্জামান রব্বানী জানান, বাতিলকারী প্রার্থীদের তিনদিন আপিল করার সময় আছে। ওই তিনদিনের ভিতর আপিলকারী কর্তৃপক্ষ তাদের মনোনয়নে সংশোধনী প্রদান করে তাহলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন।

পাঠকের মতামত: